ArthoSuchak
শনিবার, ২৮শে মার্চ, ২০২০ ইং
today-news
brac-epl
প্রচ্ছদ » App Home Page

১০ ডিসেম্বরের মধ্যে ভর্তি পরীক্ষা শেষ করার নির্দেশ

শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভর্তি পরীক্ষা ১০ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (বেসরকারি মাধ্যমিক) জাবেদ আহমেদ এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ভর্তি পরীক্ষাসহ সব ধরনের পরীক্ষা আগামী ১০ ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে।

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে স্কুলগুলোর বার্ষিক পরীক্ষা দ্রুত শেষ করার জন্য আগে থেকেই প্রস্তুতি নেয় সরকার। নির্বাচন কমিশন সরকারি স্কুলগুলোর ভর্তি পরীক্ষার সময়ও এগিয়ে আনার জন্য শিক্ষা মন্ত্রণালয়কে অনুরোধ জানায়। এরপর শিক্ষা মন্ত্রণালয় গত ৩১ অক্টোবর এসএসসির নির্বাচনি পরীক্ষাসহ সব শ্রেণির বার্ষিক পরীক্ষা ১০ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ দেয়।

এর আগে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি) আগামী ১৭, ১৮ ও ১৯ ডিসেম্বর সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করেছিল।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের পরিচালক (মাধ্যমিক) ড. আব্দুল মান্নান বলেন, আগামী ১০ ডিসেম্বরের মধ্যে বার্ষিক পরীক্ষা শেষ করতে স্কুলগুলোকে মৌখিকভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে ভর্তি পরীক্ষা শেষ করতে হবে।

অর্থসূচক/কেএসআর

এই বিভাগের আরো সংবাদ