ArthoSuchak
শুক্রবার, ৩রা এপ্রিল, ২০২০ ইং
today-news
brac-epl
প্রচ্ছদ » App Home Page

পানির তোড়ে ভেসে গেল গাড়ি, নিভে গেল ১৮ প্রাণ

জর্ডানে প্রবল বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় একটি গাড়ি দুর্ঘটনা কবলিত হয়ে শিশুসহ ১৮ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ডেড সি-এর কাছে এ ঘটনা ঘটেছে। খবর আলজাজিরার।

দেশটির বেসামরিক প্রতিরক্ষা অধিদপ্তর এর বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে বন্যার পানিতে তলিয়ে যাওয়া সড়ক দিয়ে চলার সময় বাসটি  পানির তোড়ে ভেসে গিয়ে ডেট সি তে পড়ে যায়। এতে এই হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে বেশির ভাগের বয়স ১৪ এর নিচে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।

সরকারি সংবাদ সংস্থা পেত্রা জানায়, সাতজন প্রাপ্তবয়স্কসহ ৩৭ জন শিক্ষার্থী ‘ডেড সি’র কাছে ভ্রমণ করতে গিয়েছিলেন। এ সময় ভারী বৃষ্টিপাতের কারণে বন্যার সৃষ্টি হয় যার ফলে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে।

জানা যায়, এ দুর্ঘটনার পর শিক্ষার্থীদের উদ্ধারে হেলিকপ্টার পাঠিয়েছে ইসরাইল। ইসরাইলের সামরিক সূত্রে জানানো হয়, জর্ডান সরকারের অনুরোধে উদ্ধার তৎপরতার জন্য তারা হেলিকপ্টার পাঠিয়েছে।

জার্দানের স্বাস্থ্য মন্ত্রী গাজী আল জাবেন বলেন, নিহত ছাড়াও ১১ জন লোক আহত হয়েছেন। আহতদের জন্য চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

অর্থসূচক/এসএফ

এই বিভাগের আরো সংবাদ