ArthoSuchak
বুধবার, ৮ই এপ্রিল, ২০২০ ইং
today-news
brac-epl
প্রচ্ছদ » App Home Page

সারাদেশে আজ জন্ম নেবে ৮ হাজার শিশু!

জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছে, নতুন বছরের প্রথম দিনে বাংলাদেশে প্রায় ৮ হাজার ৩৭০ শিশু জন্মগ্রহণ করবে।  পুরো বিশ্বে আজ যত শিশু জন্ম নেবে তার ২ দশমিক ১৭ শতাংশ জন্ম নেবে বাংলাদেশে।

সংস্থাটি জানায়, ২০১৮ সালের প্রথম শিশুটির জন্ম হবে সম্ভবত প্রশান্ত মহাসাগরের ছোট দ্বীপ কিরিবাটিস ক্রিসমাস আইল্যান্ডে। এছাড়া নতুন বছরের প্রথম দিনে সবচেয়ে পরে শিশুটির জন্ম হবে যুক্তরাষ্ট্রে।

নতুন বছরের প্রথম দিনে প্রায় ৩ লাখ ৮৬ হাজার শিশু জন্ম গ্রহণ করবে বলে জানায় সংস্থাটি। এর মধ্যে অর্ধেক শিশু জন্মগ্রহন করবে ৯টি দেশে। এর মধ্যে ভারতে ৬৯ হাজার ৭০, চীনে ৪৪ হাজার ৭৬০, নাইজেরিয়ায় ২০ হাজার ২১০, পাকিস্তানে ১৪ হাজার ৯১০, ইন্দোনেশিয়ায় ১৩ হাজার ৩৭০, আমেরিকায় ১১ হাজার ২৮০, কঙ্গোতে ৯ হাজার ৪০০, ইথিওপিয়ায় ৯ হাজার ২০ এবং বাংলাদেশে ৮ হাজার ৩৭০ শিশু জন্ম নেবে।

সংস্থাটির তথ্য মতে, ২০১৬ সালে পৃথিবীজুড়ে যত শিশু জন্মগ্রহণ করেছে তার মধ্যে প্রতিদিন প্রায় ২ হাজার ৬০০ শিশু জন্মের ২৪ ঘণ্টার মধ্যেই মারা গেছে। সংস্থাটি বলছে, যেসব শিশু মারা গেছে তাদের মধ্যে ৮০ শতাংশ শিশুর মৃত্যু ঠেকানো সম্ভব ছিল। কারণ তারা যেসব কারণে মারা গেছে তার সবই প্রতিরোধ করা সম্ভব ছিলো।

সংস্থাটি মতে, শিশু মৃত্যু রোধ করার ক্ষেত্রে গত দুই দশকে বেশ অগ্রগতি হলেও ৫ বছর বয়সের মধ্যে যত শিশু মারা যায়, তাদের মধ্যে ৪৬ শতাংশের মৃত্যু হয় জন্মের ১ মাসের মধ্যে।

নির্দিষ্ট সময়ের আগেই জন্ম নেয়া, জন্মদানের পদ্ধতিতে জটিলতা এবং জন্মের পর নিউমোনিয়াতে আক্রান্ত হয়ে অনেকে শিশু মারা গেছে। এসব শিশুর জীবন রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে দেশগুলোকে আহবান জানিয়েছে সংস্থাটি।

অর্থসূচক/টিটি

এই বিভাগের আরো সংবাদ