ArthoSuchak
বুধবার, ৮ই এপ্রিল, ২০২০ ইং
today-news
brac-epl
প্রচ্ছদ » App Home Page

নতুন সূর্যকে স্বাগত জানাতে আকাশে ৫০ হাজার বেলুন

নতুন বছরে নতুন সূর্যকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী। বিশ্বজুড়ে নানা আয়োজনে পালিত হচ্ছে ‘নিউ ইয়ারস ইভ’ বা নতুন বছরের আগের দিন। নিউ ইয়ার ইভের আগেই গত শুক্রবার ব্রাজিলের সাও পাওলোতে ওড়ানো হয়েছে ৫০ হাজার বেলুন।

২৫ বছর ধরে নতুন বছরকে স্বাগত জানাতে বেলুন ওড়ানোর রীতি রয়েছে সাও পাওলোতে। এ বেলুন গুলোর বিশেষত্ব হলো এগুলো জীবানুবিয়োজ্য। অর্থাৎ পরিবেশে পুরোপুরি ধ্বংস হয়ে যেতে পারে।

নতুন বছরকে বরণ করে নিতে হাজার বেলুন ওড়ানোর এ রেওয়াজ চালু করেছে ব্রাজিলের কমার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা। ১৯৯২ সালে প্রথম নতুন বছরে বেলুন ওড়ানো শুরু করে তারা। আর এখন এটি তাদের বার্ষিক রীতিতে পরিণত হয়েছে।

ইংরেজি বর্ষবরণের এমন আয়োজনকে চমৎকার বলাই যায়! ছবিগুলো নেওয়া হয়েছে চায়না গ্লোবাল টিভি নেটওয়ার্ক থেকে। আর ভিডিও সংগ্রহ করা হয়েছে বিজনেস ইনসাইডার থেকে।

হাজার হাজার বেলুন উড়তে দেখে হাসছে এক শিশু।

উড়ে যাওয়া বেলুন দেখে দুই হাত তুলে আনন্দ প্রকাশ করছে এক শিশু।

শহরের কেন্দ্রস্থল থেকে উড়েছে হাজার বেলুন।

মাথার ওপর হাজার বেলুন।

পুরোনো বছরকে বিদায় জানানোর বার্তা দিচ্ছে আকাশে ওড়ানো হাজার বেলুনগুলো।

অর্থসূচক/এসবিটি

এই বিভাগের আরো সংবাদ