ArthoSuchak
বুধবার, ৮ই এপ্রিল, ২০২০ ইং
today-news
brac-epl
প্রচ্ছদ » App Home Page

ভিআরেই লেখা ছিলো মৃত্যু!

নিজের অ্যাপার্টমেন্টেই খেলছিলেন ভিআর গেইম। আর খেলতে গিয়েই নিভে যায় জীবন প্রদীপ। ভিআর গেইম খেলার সময় কাঁচের টেবিলে আছড়ে পড়ে মৃত্যু হয় এক রুশ নাগরিকের। কর্তব্যরত ডাক্তার দেহ পরীক্ষা করে জানিয়েছেন আঘাত পাবার পর গেইম থামিয়ে প্রাথমিক চিকিৎসা না নেয়ার ফলেই মৃত্যুর ঘটনাটি ঘটেছে। অর্থাৎ আঘাত পাওয়ার পরও তিনি গেইম থামাননি। যার কারণে ঘটেছে এমন ঘটনা।

ভিআরে গেম খেলছে কয়েকজন। ফাইল ছবি

মূলত, ভার্চুয়াল জগতে হারিয়ে যাওয়ার সময় চারপাশে খেয়াল রাখা জরুরি। তবে তার চাইতেও বেশি জরুরি নিজের স্বাস্থ্যের দিকে নজর রাখা।

রাশিয়ার তদন্তকারী সংস্থার মুখপাত্রের বরাত দিয়ে পিসি গেইমারের এক প্রতিবেদনে জানা গেছে, স্টার ওয়ার্স ভিআর গেইম খেলার সময় ৪৪ বছর বয়সী পুরুষ (নামা জানায়নি) কাঁচের টেবিল ভেঙ্গে পড়ে যান। ভাঙ্গা কাঁচে শরীর কেটে যাওয়ার ফলে রক্তক্ষরণে তার মৃত্যু হয়। তবে গেইমে এরূপ হয়ে মারা যাওয়ার ঘটনা বিরল বলেও জানান তিনি।

অর্থসূচক/টিটি/কে এম

এই বিভাগের আরো সংবাদ