ArthoSuchak
বুধবার, ৮ই এপ্রিল, ২০২০ ইং
today-news
brac-epl
প্রচ্ছদ » App Home Page

শুটিং চ্যাম্পিয়ন দাদী

পারকাসি তোমার। ভারতের সবচেয়ে প্রবীণ শুটিং চ্যাম্পিয়ন। নিজের জনপ্রিয়তাকে ব্যবহার করে লড়ছেন লৈঙ্গিক সমতার জন্য।

ভারতের উত্তর প্রদেশের ৮০ বছর বয়সী পারকাসি প্রথম বন্দুক তুলে নেন যখন তার বয়স ৬০। স্থানীয়রা তাকে ডাকে ‘শুটার দাদী’। বিবিসির ভিডিও প্রতিবেদনে তুলে ধরা হয় এই শুটিং চ্যাম্পিয়ন দাদীর জীবন।

উত্তর প্রদেশে প্রতিবছর অনেক নারী যৌতুকের শিকার হয়ে প্রাণ হারায়। এসবের মধ্যে দাদীর গ্রাম ব্যতিক্রম। কিভাবে?

পারকাসি তোমার।

এখানে বলা হয়, কোনো মেয়ের বিয়ের সময় যৌতুক চাওয়া হয় না। নইলে দাদী গুলি করে দেবেন!

দাদী পারকাসি তোমার বলেন, আমি কখনো স্কুলে যাইনি। কেউ আমাকে লেখাপড়া শেখায়নি। আমি বাসায় ও খামারে কাজ করে অভ্যস্ত।

তবে শুটিংয়ে তিনি নিজের ঝোঁক খুঁজে পান। যখন তার বয়সী অন্যান্যরা কাজ থেকেই অবসর নিয়েছেন।

পারকাসি নিজের পরিচয় গড়তে চেয়েছেন। খুঁজতে গিয়ে তিনি শুটিংয়ে নিজের প্রতিভা খুঁজে পান।

শচিন টেন্ডুলকারের সঙ্গে শুটার দাদি।

তার নাতনীরা যেখানে শুটিং প্রশিক্ষণ নিত, সেখানে তিনি নিজের প্রতিভা আবিষ্কার করেন। কয়েকদিন তিনি ওখানে বসেন। পর্যবেক্ষণ করেন শুটিং। তারপর তাকে সুযোগ দেওয়া হয় শুটিং করার।

প্রথম শটেই তিনি একদম লক্ষ্যস্থল বরাবর ভেদ করেন। এরপর সেখানকার কোচ তাকে উৎসাহ দেন শুটিংয়ে নিয়মিত হতে।

কিন্তু পারকাসি চিন্তা করেছিলেন, তার বয়স হয়েছে, লোকে হাসাহাসি করবে। তিনি গোপনে তার প্রশিক্ষণ চালিয়ে গেলেন।

প্রথম প্রথম তিনি একহাতে জগ ধরে ভারসাম্য রক্ষার চেষ্টা করতেন। এতেই মানুষ হাসাহাসি করতো। তবে এতে দমে যান নি দাদী পারকাসি।

শুটিং রেঞ্জে পারকাসি তোমার।

তিনি প্রশিক্ষিত হন। আর এখন শুটিংয়ে ভারতের জাতীয় চ্যাম্পিয়ন। শুটিংয়ে জিতে তার ঘরে শোভা পাচ্ছে অনেক মেডেল। বহু টেলিভিশন অনুষ্ঠানে তাকে নিয়ে প্রতিবেদন করা হয়েছে।

তাকে দেখে অনেক মেয়েই শুটিংয়ে অনুপ্রাণিত হয়েছেন। শুটিংয়ের একজন প্রশিক্ষণার্থী বলেছেন, দাদী আমাকে শিখিয়েছেন কিভাবে লক্ষ্যভেদ করতে হয়। তিনি সবসময় আমাকে অনুপ্রেরণা দেন।

দাদী পারকাসি স্বপ্ন শুধু লক্ষ্যভেদ করা নয়। তার লক্ষ্য আরো উঁচুতে। তিনি তার গ্রামে একটি আন্তর্জাতিক শুটিং রেঞ্জ প্রতিষ্ঠা করার স্বপ্ন লালন করেন।

তিনি যাতে তার স্বপ্ন পূরণ করতে পারেন সেজন্য তাকে উৎসাহ যোগায় সবাই।

অর্থসূচক/এসবিটি

এই বিভাগের আরো সংবাদ