ArthoSuchak
শুক্রবার, ৩রা এপ্রিল, ২০২০ ইং
today-news
brac-epl
প্রচ্ছদ » App Home Page

সংসদের ১৮তম অধিবেশন বসছে ১২ নভেম্বর

আগামী ১২ নভেম্বর, রোববার বিকেল ৪টায় শুরু হবে ১০ম জাতীয় সংসদের ১৮তম অধিবেশন। রাষ্ট্রপতি মো.আবদুল হামিদ আজ মঙ্গলবার এ অধিবেশন আহ্বান করেছেন।

জাতীয় সংসদের গণসংযোগ অধিশাখা থেকে জানানো হয়েছে, কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হবে অধিবেশন কতদিন চলবে। অধিবেশন শুরুর ১ ঘণ্টা আগে এ কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে।

জাতীয় সংসদ

সংশ্লিষ্টরা জানান, সাংবিধানিক বাধ্যবাধকতা থেকে এ অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি। একটি অধিবেশন শেষ হওয়ার ৬০দিনের মধ্যে আরেকটি অধিবেশন আহ্বান করার নিয়ম রয়েছে।

আগামী জানুয়ারি মাসে বছরের প্রথম অধিবেশন শুরু হবে। সংবিধান অনুযায়ী ওই অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেওয়ার পর এর ওপর আলোচনা হবে।

গত ১৪ সেপ্টেম্বর চলতি সংসদের ১৭তম অধিবেশন শেষ হয়। ওই অধিবেশনের কার্যদিবস ছিল মাত্র ৫দিন।

অর্থসূচক/এসবিটি

 

এই বিভাগের আরো সংবাদ