ArthoSuchak
মঙ্গলবার, ৭ই এপ্রিল, ২০২০ ইং
today-news
brac-epl
প্রচ্ছদ » App Home Page

জন্মদিনে ‘রহস্যময় প্রভাস’

অবশেষে নিজের জন্মদিনে ফ্যানদের জন্য আশ্চর্য গিফট নিয়ে হাজির হলেন মহেশমতী সাম্রাজ্যের সম্রাট ‘বাহুবলী’! নিজের জন্মদিনে আত্মপ্রকাশ করলেন বহু প্রতিক্ষিত ‘শাহু’ ছবির পোস্টার। বাহুবলীর বলশালী প্রভাসকে শাহু ছবিতে দেখা যাবে একেবারে ভিন্ন মেজাজে। পোস্টারে রয়েছে তারই ঝলক। এককথায় ‘রহস্যময় প্রভাস’।

এর আগে বাহুবলী: দ্য কনক্লুশন-ছবির পোস্টারও রিলিজ হয়েছিল প্রভাসের জন্মদিনেই। আর সেই মতো এবারও দক্ষিণী অভিনেতা প্রভাসের জন্মদিনে আত্মপ্রকাশ করল তার পরবর্তী ছবি শাহু’র প্রথম লুক।

প্রায় ১ হাজার ৭০০ কোটি রুপির ব্যবসা করা বাহুবলী: দ্য কনক্লুশন-ছবি রিলিজের ছ’মাসের মাথায় রিলিজ করল শাহু ছবির ফার্স্ট লুক। আগামী বছর প্রেক্ষাগৃহে আসবে এই ছবি। তেলেগু পরিচালক সুজিথের সঙ্গে এই প্রথম কাজ করছেন প্রভাস।

২৭ বছর বয়সী পরিচালক শাহু ছবিতে দক্ষিণের সঙ্গেই রেখেছেন বলিউডও। শাহু ছবিতে সুপারস্টার প্রভাসের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে শ্রদ্ধা কাপুরকে।

শাহু’র টিজার দেখতে ক্লিক করুন…

অর্থসূচক/এইচজে/কে এম

এই বিভাগের আরো সংবাদ