ArthoSuchak
সোমবার, ৩০শে মার্চ, ২০২০ ইং
today-news
brac-epl
প্রচ্ছদ » App Home Page

সাদা পোশাকে আমলার ২৮তম শতক

বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার দ্বিতীয় টেস্টে ২৮তম শতক হাকিয়েছেন হাশিম আমলা। সাদা পোশাকে আমলার অভিষেক হয় ২০০৪ সালে ২৮ নভেম্বর কলকাতায় ভারতের বিপক্ষে। সেই ম্যাচেই ২৪ রান করেন তিনি।

হাশিম আমলা

এরপর খেলেছেন ১০৯ ম্যাচের ১৮৬ ইনিংস। টেস্টে মোট রান করেছেন ৮ হাজার ৫৪৯। সাদা পোশাকে ওভালে ইংল্যান্ডর বিপক্ষে সর্বোচ্চ ৩১১ রান করেন প্রোটিয়ার এই মারকূটে ব্যাটসম্যান। ২০১২ সালে ১৯ জুলাই তিনি এই কীর্তি গড়েন। ২৮তম শতকের মালিক আমলা ৩৫টি অর্ধশতকও করেছেন। ৬ বার ম্যাচ সেরার পাশাপাশি ৩ বার সিরিজি সেরার পুরুস্কারটিও পেয়েছেন প্রোটিয়া এই ব্যাটসম্যান।

এ প্রতিবেদন লেখা পর্য্ন্ত দলীয় ৪৯৫ রান ও  নিজের ১১৪ রানে অপরাজিত আছেন ৩৪ বছর বয়সী আমলা।তাকে সঙ্গ দিয়ে যাচ্ছেন অধিনায়ক ডু প্লেসিস।

অর্থসূচক/এইচ আর

এই বিভাগের আরো সংবাদ