ArthoSuchak
শনিবার, ২৮শে মার্চ, ২০২০ ইং
today-news
brac-epl
প্রচ্ছদ » চাকরির প্রস্তুতি

চলুন, একটা আইকিউ টেস্ট দিয়ে ফেলি

বিসিএসসহ চাকরি সংক্রান্ত অনেক নির্বাচনী পরীক্ষায় আইকিউ টেস্ট থাকে। তাই যত বেশি চর্চা করা যায়, ততই দক্ষতা বাড়ে। পরীক্ষায় সঠিক উত্তর দেওয়া সহজ হয়। এছাড়া বুদ্ধির পরীক্ষা বা আইকিউ টেস্টের চর্চার মাধ্যমে বুদ্ধি শানিত হয়। মস্তিষ্কের ব্যয়াম হয়।

নিচের ছকটি যুক্তরাজ্যভিত্তিক সংবাদপত্র ডেইলি মেইল থেকে নেওয়া। মেইলের ভাষ্য অনুসারে, ১ হাজার জন অংশগ্রহণকারীর মধ্যে মাত্র একজন সঠিক উত্তর দিতে পেরেছেন। তবে আমাদের এখানে সঠিক উত্তরদাতার হার অনেক বেশি হবে বলেই আমাদের বিশ্বাস।

চলুন, তাহলে পরীক্ষাটি হয়ে যাক। টেস্টের উত্তর অর্থসূচকের ফেসবুক পেজে ( www.facebook.com/arthosuchak ) এই আর্টিকেলের পোস্টের নিচে কমেন্টসের মাধ্যমে দেওয়া যেতে পারে।

ছবিতে অংকের চারটি সংখ্যার সিরিজ আছে।  চতুর্থ সিরিজটিতে কত হবে?

intelligence-test

এই বিভাগের আরো সংবাদ