সূচক কমলেও বেড়েছে লেনদেন

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ব্যাপক পতন হয়েছে। তবে সপ্তাহের শেষ দুই কর্মদিবসে সূচকের বড় উত্থান হয়েছে। এর ফলে সপ্তাহ শেষে ডিএসইতে মূল্য সূচক কিছুটা কমেছে। তবে আলোচ্য সপ্তাহে ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণ বেড়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সদ্য সমাপ্ত সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ৩ হাজার ৯৭২ কোটি ১৪ লাখ  ২০ হাজার  টাকার শেয়ার। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ৩ হাজার ৭৪৫ কোটি ৮৩ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে   ২২৬ কোটি ৩০ লাখ ৬৩ হাজার টাকার বা ৬.০৪ শতাংশ লেনদেন কমেছে।

ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ২৮ দশমিক ৩৭  পয়েন্ট বা ২ দশমিক ৪২ শতাংশ কমে ৬ হাজার ৬৬৮ পয়েন্টে অবস্থান করছে।

আলোচিত সপ্তাহে বাজারমূলধনের শীর্ষ৩০  কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ৩৭ দশমিক ৮৪ পয়েন্ট বা ১ দশমিক ৫৪ শতাংশ কমে ২ হাজার ৪২৫ পয়েন্টে নেমেছে।

অন্যদিকে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬.৫৯ পয়েন্ট বা  দশমিক ৪৬ শতাংশ কমেছে।

ডিএসইতে গত সপ্তাহে ৩৯১টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়। এর মধ্যে দাম বেড়েছে ২০৭টির, কমেছে ১৫৬টির। আর ২৩টির দাম ছিল অপরিবর্তিত।

অন্যদিকে ডিএসইতে বাজার মূলধনেও নেতিবাচক প্রভাব রয়েছে। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ৩ হাজার ৩২১ কোটি ৩৫ লাখ ৮৬ হাজার  টাকা বা  দশমিক ৬২ শতাংশ বাজার মূলধন কমেছে।

সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল  ৫৩ লাখ ৮৪ হাজার ২৭৪ কোটি ১১৯ লাখ ৩  হাজার  টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৫৩ লাখ ৫ হাজার ১০৬ কোটি ৬০ লাখ ৬ হাজার  টাকায়।

অর্থসূচক/এসএ/

 

 

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.