ArthoSuchak
রবিবার, ২৯শে মার্চ, ২০২০ ইং
today-news
brac-epl
প্রচ্ছদ » বিনোদন

‘ভূমি’ দিয়ে পর্দায় ফিরছেন মুন্না ভাই

চলতি বছরের ফেব্রুয়ারিতে জেল থেকে ছাড়া পেলেও নিজের জগত বলিউডে ফেরা হয়নি সঞ্জয় দত্তের। স্ত্রী-সন্তানদের সময় দিয়েছেন অস্ত্রমামলায় জেল খাটা সঞ্জয়।

সঞ্জয় দত্ত। ছবি: এনডিটিভি

সঞ্জয় দত্ত। ছবি: এনডিটিভি

তবে দীর্ঘ বিরতির পর আবার পর্দায় ফিরছেন মুন্না ভাই। খবরে প্রকাশ ‘সরবজিৎ’-এর পর পরিচালক উমঙ্গ কুমারের পরবর্তী ছবি ‘ভূমি’তে মুখ্য ভূমিকায় দেখা যাবে মুন্না ভাইকে।

অন্যরকম গল্পের এই ছবিতে সঞ্জয় দত্তকেও দেখা যাবে ভিন্ন রূপে।

নতুন ধরনের চরিত্র নিয়ে উচ্ছ্বসিত সঞ্জয় বলেছেন, আমি অনেক দিন ধরেই এমন চরিত্রের খোঁজ করছি যে ভূমিকায় দর্শক আগে কখনও আমাকে দেখেনি। ভূমি এমনই এক মেয়ে ও তার বাবার সম্পর্কের গল্প।

ভূষণ কুমারের টি-সিরিজের ব্যানারে নির্মিত হবে ছবিটি। সন্দীপ সিংহ ও উমঙ্গ কুমারের প্রোডাকশন হাউস লেজেন্ড স্টুডিওস ‘ভূমি’র সহ-প্রযোজনা করবে। আগামী বছর ফেব্রুয়ারিতে উত্তরপ্রদেশে ‘ভূমি’র শুটিং শুরু হবে।

এই বিভাগের আরো সংবাদ