ArthoSuchak
বুধবার, ৮ই এপ্রিল, ২০২০ ইং
today-news
brac-epl
প্রচ্ছদ » কর্পোরেট সংবাদ

ইন্টেল কম্পিউটার স্টিক ও নাক পিসি নিয়ে কর্মশালা

প্রযুক্তির ধারাবাহিক গবেষণা ও উন্নয়নের মাধ্যমে ঢাউস আকারের পিসিকে বুক পকেটে নিয়ে এসেছে ইন্টেল।

২০০৩ সাল থেকে গ্রাহকের চাহিদা অনুযায়ী নিয়মিত প্রযুক্তির পরিবর্তনের ধারাবাহিকতায় ইন্টেলের সর্বশেষ সংযোজন ষষ্ঠ প্রজন্মের কম্পিউটার স্টিক ও নাক পিসি (নেক্সট ইউনিট অব কম্পিউটিং)।

intel-workshopগতকাল শনিবার সন্ধ্যায় ঢাকার একটি রেস্টুরেন্টে আয়োজিত বিপণন কর্মীদের এক কর্মশালায় এসব তথ্য উপস্থাপন করেন ইন্টেল চ্যানেল এক্সিকিউটিভ জাহিনুল হক।

কম্পিউটার সোর্স আয়োজিত এ কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির বিশেষায়িত ব্যবসায় ইউনিট (এসবিইউ) প্রধান মেহেদী জামান, ইন্টেল পণ্য ব্যবস্থাপক হুমায়ন কবির প্রমুখ।

কর্মশালায় ল্যাপটপে তারহীন প্রযুক্তির নেটওয়ার্ক স্থাপন, স্পর্শ প্রযুক্তির আল্ট্রাবুক, মুঠোফোন চিপ সেট এবং সর্বশেষ আগামী প্রজন্মের পকেটে পকেটে পিসিকে নিয়ে আসার ধারাবাহিক সফলতার কথা তুলে ধরে নতুন পণ্য সারির করিগরি ও ব্যবহারিক বৈশিষ্ট তুলে ধরা হয়। গ্রাহকের প্রয়োজন সনাক্তের কৌশল নির্ধারণ বিষয়ে পরামর্শ দেওয়া হয় কর্মশালায়।

 

এই বিভাগের আরো সংবাদ