সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

দিনাজপুরের হিলি সীমান্তের ভারত অভ্যন্তরে দেশটির সীমান্ত রক্ষী বাহিনীর গুলিতে সাহাবুল হোসেন বাবু (২৪) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাতে সীমান্তের ২৮৫-এর ২৫ সাব সীমানা পিলারের পাশে ভারত অভ্যন্তরে এ ঘটনা ঘটে। নিহত বাবু ধরন্দা গ্রামের আবুল হোসেনের ছেলে।

জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. রফিকুল ইসলাম জানান, নিহত যুবক ভারতীয় না বাংলাদেশি, সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে বিষয়টি নিশ্চিত হতে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

এদিকে হাকিমপুর পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলাম জানান, গতকাল ওই যুবক সীমান্ত পেরিয়ে ভারতে যায়। পরে সীমান্তের ফকিরপাড়া এলাকা দিয়ে অবৈধভাবে ওই যুবক বাংলাদেশে আসার চেষ্টা করছিল। এ সময় বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছুড়লে আহত হয়। পরে বিএসএফ সদস্যরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ভারতের হিলির গ্রামীণ হাসপাতালে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। বিষয়টি ভারতে যোগাযোগ করে নিশ্চিত হয়েছি।

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.