ArthoSuchak
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২০ ইং
today-news
brac-epl
প্রচ্ছদ » App Home Page

ইউনাইটেড ফিন্যান্সের ইপিএস ৯১ পয়সা

ব্যাংক বহির্ভূত আর্থিক খাতের কোম্পানি ইউনাইটেড ফিন্যান্স লিমিটেড শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ৯১ পয়সা। গত ৬ মাসে কোম্পানিটি এই ইপিএস করেছে।

আজ কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ তথ্য জানানো হয়।

৬ মাসের অনিরীক্ষিত অার্থিক পর্যালোচনা শেষে কোম্পানিটি জানিয়েছে, আলোচিত সময়ে তাদের ইপিএস হয়েছে ৯১ পয়সা, যা আগের বছরের একই সময় ছিল ৮১ পয়সা।

এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৬ টাকা ৩৫ পয়সা। গত বছরের একই সময়ে যা ছিল ১৫ টাকা ৯০ পয়সা।

অর্থসূচক/গিয়াস/শাহীন

এই বিভাগের আরো সংবাদ