ArthoSuchak
মঙ্গলবার, ৩১শে মার্চ, ২০২০ ইং
today-news
brac-epl
প্রচ্ছদ » টেক

৩৯৫০০ টাকায় গেমিং ল্যাপটপ কম্পিউটার সোর্সে

বাজেটের শাসন এড়িয়ে গেম খেলার উপযোগী ডেল ব্র্যান্ডের ল্যাপটপ হাতের নাগালে নিয়ে এসেছে দেশের অন্যতম প্রযুক্তিপণ্য সেবাদাতা প্রতিষ্ঠান কম্পিউটার সোর্স।

Dell N3443

ডেল ইন্সপায়রন এন৩৪৪৩ মডেলের ল্যাপটপ।

ডেল ব্র্যান্ডের পঞ্চম প্রজন্মের এই ল্যাপটপে রয়েছে এনভিডিয়া  জিফোর্স ২জিবি গ্রাফিক্স; প্রসেসিং গতি ২.২ গিগাহার্জ। ১৪ ইঞ্চি প্রশস্ত পর্দার ল্যাপটপটিতে আরও আছে ৫০০ জিবি হার্ডড্রাইভ, ৪ জিবি র‌্যাম ও দুইটি ওয়েভ ম্যাক্স অডিও স্পিকার।

এছাড়া এইচডি ওয়েবক্যাম, ডিজিটাল মাইক্রোফোনও সংযুক্ত রয়েছে ডেল ইন্সপায়রন এন৩৪৪৩ মডেলের ল্যাপটপটিতে। পাশাপাশি ডিভিডি রাইটার, থ্রি ইন ওয়ান কার্ডরিডার, ব্লু-টুথ ৪.০, এইচডিএমআই, আরজে ৪৫ ও ইউএসবি পোর্ট রয়েছে এতে।

ঘরে-বাইরে প্রাত্যহিক প্রফেশনাল কাজের পাশাপাশি বিনোদন ও গেম খেলার জন্য ব্যবহার উপযোগী ৪ সেল ব্যাটারিযুক্ত স্ট্যান্ডার্ড ব্লাক কালারের ল্যাপটপটির দাম পড়বে ৩৯ হাজার ৫০০ টাকা। সঙ্গে থাকছে একটি অরিজিনাল ক্যারিকেস ও দুই বছরের বিক্রয়োত্তর সেবা।

অর্থসূচক/এমই/

এই বিভাগের আরো সংবাদ