ArthoSuchak
মঙ্গলবার, ৭ই এপ্রিল, ২০২০ ইং
today-news
brac-epl
প্রচ্ছদ » পুঁজিবাজার

‘UCBL’ এর নতুন ট্রেডিং কোড ‘UCB’

ucbl bank

ইউসিবিএল ব্যাংক লোগো

এখন থেকে ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংকের ট্রেডিং কোড হবে ‘UCB’। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদ এই কোডের অনুমোদন দিয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক লিমিটেডের এই ট্রেডিং কোড কার্যকর হবে আগামি ৩ ডিসেম্বর, বৃহস্পতিবার থেকে। এর আগে এই ব্যাংকের ট্রেডিং কোড ছিল ‘UCBL’। এছাড়া এই ব্যাংকের শেয়ার লেনদেন সংক্রান্ত অন্যসব তথ্য একই রয়েছে।

অর্থসূচক/এআরএস/

এই বিভাগের আরো সংবাদ