ArthoSuchak
বুধবার, ১লা এপ্রিল, ২০২০ ইং
today-news
brac-epl
প্রচ্ছদ » বিনোদন

মুক্তির আগেই ৫৭ কোটি রুপি আয় ‘প্রেম রতন ধন পায়ো’র

এ মাসের প্রথমার্ধেই মুক্তি পাওয়ার কথা ছিলো সালমান খান ও সোনম কাপুর অভিনীত ‘প্রেম রতন ধন পায়ো’। কিন্তু নামকরণে নিয়ম  ভাঙার অভিযোগে আটকে গেছে ছবিটি। তবে পাকিস্থানে ১২ নভেম্বর পর্দায় আসতে পারে সালমানের নতুন এই রোমান্টিক গল্পের ছবি।

সালমান খান ও সোনম কাপুর অভিনীত ‘প্রেম রতন ধন পায়ো’র একটি দৃশ্য

সালমান খান ও সোনম কাপুর অভিনীত ‘প্রেম রতন ধন পায়ো’র একটি দৃশ্য

মুক্তি নিয়ে যখন জটিলতায়, আলোচনা-সমালোচনায় তখন জানা গেল ছবিটি মুক্তির আগেই খরচের ৭০ শতাংশের বেশি আয় করে ফেলেছে। ইতিমধ্যে এই ছবির মিউজিক ও স্যাটেলাইট সত্ত্ব থেকে উঠে এসেছে ৫৭ কোটি টাকা।

জানা গেছে,প্রেম রতন ধন পায়ো তৈরিতে খরচ হয়েছে ৬০ কোটি এবং প্রচারের জন্য ২০ কোটি রুপি।

ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে ‘প্রেম রতন ধন পায়ো’ ছবির জন্য কোনো পারিশ্রমিকই নেননি সালমান খান।

এদিকে এই ছবির মধ্য দিয়ে ১৬ বছর পর আমার প্রেম ফিরছে রাজশ্রী ফ্লিমসে। আর প্রেম যে বরাবরই রাজশ্রীর জন্য লাকি তা আরও একবার প্রমান হয়ে গেল।

তাই বলা যায় মুক্তির আগেই হিট প্রেম রতন ধন পায়ো। এখন শুধু দেখার বিষয় মুক্তির পর বক্স-অফিসে কি রঙ দেখায় নতুন জুটি।

এই বিভাগের আরো সংবাদ