ঢাবির ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আজ। ব্যবসায় শিক্ষা অনুষদের ‘গ’ ইউনিটের মধ্য দিয়ে শুরু হচ্ছে এবারের ভর্তি পরীক্ষা। আজ বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত (দেড় ঘণ্টা) এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘গ’ ইউনিটে ৯৩০ আসনের বিপরীতে আবেদন করেছেন ৩০ হাজার ৬৯৩ জন। সে হিসেবে আসনপ্রতি প্রার্থী ৩৩ জন।

এদিকে, আটটি বিভাগীয় শহরে এ ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সব ইউনিটেই পরীক্ষা শুরু হবে বেলা ১১টায়। ভর্তি পরীক্ষায় বিভিন্ন বিষয়ে লড়তে আবেদন জমা পড়েছে মোট দুই লাখ ৯০ হাজার ৩৪০টি।

এদিকে, ভিড় এড়াতে পরীক্ষার্থী ছাড়া অভিভাবক ও শুভাকাঙ্খীদের ভর্তি পরীক্ষার দিনগুলোতে কেন্দ্রে না যেতে অনুরোধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। একইসঙ্গে শিক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে আসা এবং অংশগ্রহণ নির্বিঘ্ন রাখতে বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে জনসমাগম বন্ধ রাখতে ও ক্যাম্পাসে যানবাহন চলাচল সীমিত রাখার জন্য সংশ্লিষ্ট সব মহলের প্রতি আহ্বান জানিয়েছে।

ভর্তি কমিটির নির্ধারিত সময়সূচি অনুযায়ী, আজ বেলা ১১টায় শুরু হবে ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা। পরদিন ৪ জুন কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিট, ১০ জুন বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিট, ১১ জুন সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিট আর ১৭ জুন চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের সাধারণ জ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে।

চারুকলার সাধারণ জ্ঞান পরীক্ষা বাদে সব পরীক্ষা দেড় ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত হবে। ক, খ, গ ও ঘ ইউনিটের পরীক্ষা বেলা ১১টায় শুরু হবে, শেষ হবে দুপুর সাড়ে ১২টায়। এ ছাড়া ১৭ জুন চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) বেলা ১১টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে এবার মোট দুই লাখ ৯০ হাজার ৩৪১ জন প্রার্থী অনলাইনে আবেদন করেছেন। ‘ক’ ইউনিটে আবেদন করেছেন এক লাখ ১৫ হাজার ৭১০ জন, ‘খ’ ইউনিটে ৫৮ হাজার ৫৫১ জন, ‘গ’ ইউনিটে ৩০ হাজার ৬৯৩ জন, ‘ঘ’ ইউনিটে ৭৮ হাজার ২৯ জন এবং ‘চ’ ইউনিটে সাত হাজার ৩৫৭ জন শিক্ষার্থী আবেদন করেছেন। এবার পাঁচটি ইউনিটে মোট ছয় হাজার ৩৫ জন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবেন। সে হিসাবে প্রতি আসনের বিপরীতে আবেদন প্রায় ৪৮টি।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.