ArthoSuchak
মঙ্গলবার, ৭ই এপ্রিল, ২০২০ ইং
today-news
brac-epl
প্রচ্ছদ » বিনোদন

‘বাজিরাও মাস্তানি’ আসছে ১৮ ডিসেম্বর

সঞ্জয়লীলা বানশালীর বহুল আলোচিত সিনেমা ‘বাজিরাও মাস্তানি’ মুক্তি পাবে আগামী ১৮ ডিসেম্বর। এদিকে প্রকাশিত হয়েছে এ ছবির ‘ফার্স্ট লুক’।

Deepika Padukone

বাজিরাও মস্তানি ছবিতে এ লুকে পাড়ুকোন

এতে অভিনয় করেছেন রণবীর সিংহ, দীপিকা পাড়ুকোন এবং প্রিয়াঙ্কা চোপড়া। ছবিটি নিয়ে সিনেমা দুনিয়ায় কৌতুহল বাড়তে শুরু করেছে। বহুল আলোচিত এ ছবির টিজার মুক্তি পাবে আগামীকাল।

Priyanka Chopra

বাজিরাও মস্তানি ছবিতে এ লুকে প্রিয়াঙ্কা চোপড়া

ছবিতে ‘পেশোয়া বাজিরাও’ এর চরিত্রে দেখা যাবে রণবীর সিংহকে। আর এ ছবিতে দীপিকার চরিত্রের নাম ‘মাস্তানি’ এবং প্রিয়াঙ্কা চোপড়া অভিনয় করছেন ‘বাজিরাও’ এর প্রথম স্ত্রী কাশীবাঈ এর চরিত্রে।

পরিচালনার পাশাপাশি ‘বাজিরাও মস্তানি’র প্রযোজনা এবং সঙ্গীত পরিচালনাও করছেন সঞ্জয়লীলা বনশালী। ছবিটি মুক্তি পাবে আগামী ১৮ ডিসেম্বর।

সূত্র: এবিপি আনন্দ

এআরএস/

 

এই বিভাগের আরো সংবাদ