ঋণ কেলেংকারীতে আলোচিত বেসিক ব্যাংকের আরও ১০ কর্মকর্তাকে চাকরিচ্যুত করেছে কর্তৃপক্ষ। ঋণ কেলেংকারিতে জড়িত থাকার দায়ে এর আগে গত মাসে ২ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়।
মঙ্গলবার আলাদা আদেশের মাধ্যমে ১০ জনকে চাকরিচ্যুত ও তাদের চুক্তি বাতিলের বিষয়টি সংশ্লিষ্টদের জানিয়ে দেওয়া হয়েছে বলে ব্যাংক সূত্রে জানা গেছে।
এদের মধ্যে সনদ জালিয়াতি করে চাকরি নেওয়ার দায়ে ৭ জনকে বরখাস্ত করা হয়েছে। আর ৩ জনের চুক্তি বাতিল করা হয়েছে। এরা সবাই সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চুর সময়ে নিয়োগ পেয়েছিলেন।
সূত্র জানিয়েছে, চুক্তির মেয়াদ বাতিল হওয়া ৩ জনের মধ্যে একজন উপ-মহাব্যবস্থাপক, আজিজুর রহমান। তিনি সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চুর আপন বোনজামাই। অন্য ২ জন ব্যাংকের নিরাপত্তা বিভাগে কর্মরত ছিলেন।
সনদ জালিয়াতির দায়ে চাকরিচ্যুত ৭ জনের সবাই ব্যাংকের সহকারী ক্যাশ কর্মকর্তা হিসেবে বিভিন্ন শাখায় কর্মরত ছিলেন।
এর আগে গত ১৫ জানুয়ারি ঋণ কেলেংকারিতে জড়িত থাকার দায়ে ব্যাংকের গুলশান শাখার সাবেক ব্যবস্থাপক শেফার আহমেদ (ডিজিএম) ও ঋণ বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জাহিদ হোসেনকে (ডেপুটি ম্যানেজার) চাকরিচ্যুত করেছিল ব্যাংক কর্তৃপক্ষ।
এসএম