সম্পদ পুর্নমূল্যায়ন করেছে উত্তরা ব্যাংক

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি উত্তরা ব্যাংকের পরিচালনা পর্ষদ জমি এবং ভবনের সম্পদ পুর্নমূল্যায়ন অনুমোদন করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটির জমি এবং ভবনের মূল্য ২২০ কোটি ৫৪ লাখ ৬৮ হাজার ৬৯৬ টাকা থেকে কমে ১৮৩ কোটি ৮৯ লাখ ১০ হাজার ৩৫০ টাকায় দাঁড়িয়েছে। অর্থাৎ সম্পদ পুর্নমূল্যায়নের পর ৩৬ কোটি ৬৫ লাখ ৫৮ হাজার ৩৪৫ টাকা কমেছে।

কোম্পানিটির ব্যালান্স শীটে সম্পদ পুর্নমূল্যায়নের রিজার্ভ অন্য রিজার্ভের সাথে সমন্বয় করা হবে।

অর্থসূচক/এসএ/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.