ArthoSuchak
শনিবার, ৪ঠা এপ্রিল, ২০২০ ইং
today-news
brac-epl
প্রচ্ছদ » আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ায় শিশু হত্যায় এক নারী গ্রেপ্তার

Cairns_children_stabbing

শুক্রবার সকালে পুলিশ এ শিশুদের মৃতদেহ উদ্ধার করে। (ফাইল ছবি)

অস্ট্রেলিয়ায় আট শিশু হত্যার ঘটনায় এক নারীকে গ্রেপ্তার করেছেন দেশটির পুলিশ।

কুইন্সল্যান্ড পুলিশের বরাত দিয়ে শনিবার এক খবরে এএফপি জানিয়েছে, নাম প্রকাশ না করা ওই নারী নিহত সাত শিশুর মা এবং অন্যজনের ফুফু।

আহত অবস্থায় আটকের পর বর্তমানে তাকে কেয়ার্নস বেস হাসপাতালে নজরবন্দি করে রাখা হয়েছে। তার বয়স ৩৭ বছর।

পুলিশ জানিয়েছে, তিনি মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ আছেন এবং শিশু হত্যার ঘটনা তদন্তে পুলিশকে সহায়তা করছেন।

তবে ওই নারী কিভাবে আহত হয়েছেন সে সম্পর্কে কিছু জানা যায়নি।

প্রসঙ্গত, গত শুক্রবার অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের কেয়ার্নস শহরের একটি ঘর থেকে ৮ শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ।

সিডনিতে জিম্মি ঘটনায় জিম্মিকারীসহ তিনজন নিহত হওয়ার এক সপ্তাহের কম সময়ের মধ্যে এ ঘটনা ঘটল।

এই বিভাগের আরো সংবাদ