ArthoSuchak
সোমবার, ৩০শে মার্চ, ২০২০ ইং
today-news
brac-epl
প্রচ্ছদ » আন্তর্জাতিক

রামদেবের আছে ইবোলার ওষুধ!

ramdev

যোগগুরু রামদেব (ফাইল ছবি)

মরণঘাতী ভাইরাস ইবোলার আগ্রাসনে বিশ্বের বাঘা বাঘা স্বাস্থ্য বিশেষজ্ঞরা যেখানে তটস্থ, সেখানে পুরোপুরি নিরুদ্বিগ্ন ভারতের যোগগুরু রামদেব।

শুধু তাই নয়, ইবোলা থেকে মুক্তির মহৌষধও নিজের কাছে আছে বলে দাবি করেছেন তিনি।

এক খবরে দ্য হিন্দু জানিয়েছে, সম্প্রতি একটি হেলথ প্যাকের বিজ্ঞাপনে এমনটিই দাবি করেছেন রামদেব।

এ বিজ্ঞাপনে বলা হয়, লতা-গুল্মের মধ্যেই ইবোলাকে ঠেকানোর ক্ষমতা লুকিয়ে আছে।

তবে ভারতীয় স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন, ইবোলার বিরুদ্ধে এ ধরনের লতা-গুল্মের প্রতিষেধকের কোনো প্রমাণ নেই।

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে পশ্চিম আফ্রিকায় মহামারী রূপ ধারণ করেছে ইবোলা। এ ভাইরাসে পশ্চিম আফ্রিকার সিয়েরা লিওন, লাইবেরিয়া এবং গিনিতে এ পর্যন্ত প্রায় সাড়ে চার হাজার মানুষ ইবোলায় মারা গেছেন।

১৯৭৬ সালে এ ভাইরাস প্রথম ধরা পড়লেও এখন পর্যন্ত এর কোনো প্রতিষেধক আবিষ্কৃত হয়নি।

এই বিভাগের আরো সংবাদ